মহাকবি নিউটন কবেই তো বলে গেছে,
বিশ্বে সকল কিছুই অপরের প্রতি আকর্ষিত;  
প্রেমও তাই,
আর যদি জোর করে হই বিকর্ষিত,
শোনো হে সব্বাই,
তবে তুমি, আমি রোজ হব ধর্ষিত ।।


পৃথিবীর সহিষ্ণুতম দেশ আমাদের,  
বোধহয়, স্নেহবাৎসল্যেও আমরা উষ্ণতম,
তাই'না আজ,
হয় না সাজা, যদিও ধর্ষণ নিকৃষ্টতম,
মাথায় তাদের তাজ,
তুমি-আমি অসহায়, আমরা সহিষ্ণুতম ।।


দেশ অসহায়, আইন অসহায়, লোক অসহায়,
ষাঁড়ের লড়াইয়ে মত্ত রোজ রাতের রাজপথ,
বলছি তাই,
নাবালক অপরাধী?  ঘুরে আসা ওই ঘুরপথ ?
শোনো হে ভাই,
সহিষ্ণুতম আমরা, নয়নমণি করার নেব শপথ ।।


বিজ্ঞানী নিউটন কবেই তো বলে গেছে,
সকলের ভিতরেই উপ্ত করা বীজ মাধ্যাকর্ষণ,
জানি তাই,
ভূপতিত হবে তুমি, পাবে নিজ বিবেকের কর্ষিত ঘর্ষণ,
ভয় নাই,
সেদিনও থাকব চুপ, করব শুধুই সহিষ্ণুতা বর্ষণ ।।