দেশপ্রেম করে মরিস যে তোরা, সেটা আবার কি ?
সে কি খাবার, না গায়ে মাখার, নগদে কিংবা বাকি !
এ হল বড় আপেক্ষিক বিষয়, সময় বিশেষে বদলায়,
যা ছিল স্বাধীনতার মন্ত্র, আজ প্রতিবেশীর প্রতি ঘৃণায়।
  
দেশপ্রেম মানে ভাবিস যদি, এখন দেশের প্রতি টান,
তবে, নিশ্চিত মুখ্যু তোরা, খোয়াবি নিজেরই মান ।
দেশপ্রেম এখন দেশের টাকার, সব শ্রাদ্ধ করার ছল,
সমাজসেবার নামে কালো টাকার সাদা হবার কৌশল ।


কখনো বা এ জনসভাতে দেওয়া নরম গরম ভাষণ;
আবার কখনো জনগণের প্রতি এ এক কড়া শাসন !
দেশপ্রেম মশাই আপেক্ষিক, মানুষ বিশেষে বদলায়,
কখনো বা এ মগজ ধোলাই, জনগণ যত অসহায় !


কখনো বা এ স্বাধীনতার এক চূড়ান্ত বেলেল্লাপনা,
লুটে পুটে খাওয়া আজ তার পড়ে পাওয়া চোদ্দ আনা;
হুজুগের বশে শুধু পতাকা উত্তোলন, যত্র তত্র স্থান;  
কাজ শেষে তা লুটিয়ে পড়া হয়ে পায়ের তলায় ম্লান ।


সকলেই ভাই দেশপ্রেমিক, করছি আমরা মহৎ কাম,
হেরিটেজ স্থান নোংরা করে, করি খোদাই নিজের নাম !
কখনো বা এ মাল্যদান আর কয়েকটা শিবির রক্তদান,
রাতের আঁধারে পিকনিক, মস্তি আর চূড়ান্ত সুরাপান ।


আবার কখনো এ দেশের সম্পদ চুরি করে বিক্রি করা;
কখনো "এ দেশের কিছু হবে না" বলে প্রবাসে যাত্রা করা ।
দেশপ্রেম ভাই এখন শুধুই নিজের বিদেশী টাকায় আয়,
সেই বড় দেশপ্রেমী আজ, যে খাওয়ায় আর যে বেশী খায় !