আর কতোটা দিলে পথ পাড়ি,
লাঘব হবে এই দীর্ঘশ্বাস!
আর কতোটা ঢেউ দিলে বলো,
উঠবে সমুদ্রে জলোচ্ছ্বাস ।


আর কতোটা ভালোবাসা দিলে,
পুড়বে তোমার হৃদয়খানা,
কতোটা আর নামলে পরে নীচে;
মেলবে শিশুরা ইচ্ছেডানা।


আর কতোটা রাত্রি জাগা বাকি,
কতক্ষণে আসবে বলো ভোর,
তার কিছুটা হিসাব কষে রাখা,
ঢুকেছে যে ভাবের ঘরে চোর !


আর কতোটা উত্তাপ দিলে সখা,
প্রেমের লাভা ছড়াবে চারিদিকে,
তার কতটা বিফলে গেলে বলো,
জগতে ঘৃণার রেশ হবে ফিকে।


আর কতোটা রক্ত ঝরালে বলো,
সাঙ্গ হবে এই কাটা-কুটির খেলা,
তার পুরোটা বিফলে চলে গেলে,
আবার দেব তাজা রক্তের মেলা।


আর কতো রাতের অপেক্ষার পর,
পাব কাঙ্খিত শান্তির সেই ভোর,
কোন সেইদিন দেখবে না এই চোখ
রক্তে রাঙানো ঐ চৌরাস্তার মোড় ।


আর কতোটুকু ঘৃণা ছুঁড়ে দিলে,
তোমার দম্ভ হবে চূর্ণ-বিচূর্ণ,
তার কতোটা বিফলে গেলে বল,
জগৎ হবে ভালোবাসাতে পূর্ণ।


আর কতোটা পাশবিকতার শেষে,
চণ্ডাশোক, ভুলবে তোমার গতকাল;
কতকাল পরে ঠিক বুঝবে তুমি বল,
তোমার - আমার রক্তের রঙ লাল।।