তেকে দেখেছি আমি আদি মিশরীয় সভ্যতায়...
তোকে দেখেছি আমি গভীর অ্যামাজনের তীরে,
সেনোরিটা....
তুই বয়ে চলেছিস যেন ধমনীর নীল নদ হয়ে..
রয়েছিস হাজার হাজার প্রেমিকের চোখের ভিড়ে ।


তোর কেশহীন মাথার গভীর চিকণ কাজ...
তোর ঘাড়, পিঠ আর চিবুকে আঁকা উদ্যত ট্যাটু..
সেনোরিটা....
যদি না হস তুই স্নিগ্ধ শান্ত মোনালিসা.....
চুমুতে ভরাব তোর ছেঁড়া বুটকাট জিন্সের হাঁটু ।


না হয় হলি না তুই কমললতা, বা বিনোদিনী,
বা চারুলতার কোমল স্নিগ্ধ প্রেম......
সেনোরিটা তোর...
হান্টার শু-এর তলায় রেখে পুরুষত্ত্বহীন সমাজকে,
শেখাব আজ গতানুগতিক ছক ভাঙ্গা লুডোর গেম ।


না হয় হবি আজ তুই আমারই উদ্ধত প্রেম,
ভালো-মন্দ মিশিয়ে থাকব সুখে-দুঃখে...
সেনোরিটা আজ...
কাছে এলে, ডুবে যাব তোর স্কিনটাইট টিশার্টের ঘ্রাণে...
ভালোবাসার বিজয় কেতন ওড়াব তোরই উদ্ধত বুকে!