না, আর কোন কথা নয়,
প্রশ্নও নয় কোন'ও,
শুধু অনুরোধ
এই আলোয় ভরা অন্ধকারে বেঁধো না আর আমায়,
ঐ অস্পষ্ট অবয়ব - আজ শুধু
স্পষ্ট কোন রেখার মোড়কে দেখতে চাই...
তুমি সুগন্ধের মরীচিকা- সেনোরিটা...
আমি বিপন্ন, বিহ্বল !


অন্তরের নীরব কোলাহল থেমে যাক-
হৃদয়ের সব রঙ হেসে উঠুক - আলোর হাত ধরে
অতৃপ্তির অলসতা হোক আজ অন্তিম অতীত....
শুধু তোমার একান্ত গোপন সান্নিধ্যে ।
হঠাৎ ঘোর কাটে নিঃস্বের চেতনায়....
এক রুদ্ধশ্বাস নাটকের যবনিকা পড়ে ।
তুমি মরীচিকা হলে জেনো,
আমিও মারীচ হতে পারি।


আমি আমার সামনে চুপ...
চুপি চুপি অনুভবে তোমার প্রগল্ভতা-
একাকীত্বই আমার ঔদ্ধত্ব
তবু আমার কাঁধ ঝাঁকানো অহঙ্কার....
ক্লিশে মনে হয়
তোমার সমুদ্র সফেন ঢেউ-এ
চাই, চাই, চাই, তোমাকে চাই...
সেনোরিটা,
সব গোপনতার আড়ালে আরো গোপনে.
কোন গভীর মরুর মরীচিকার আভ্যন্তরীন সোপানে ।।