আবার একটা স্যাঁতসেঁতে সকাল.....
ভিজে, খসখসে....
পৃথিবীটা কিরকম শীতল হয়ে যাচ্ছে ভেবেছ ?
তোমার আমার ফারনেসের আগুনও আজ,
এই শীতলতা কমাতে পারবে না...
ভীষণ রকম ঠাণ্ডা...চিটচিটে এই সকাল।


উত্তাপও যখন তার তাপ হারিয়ে ফেলে...
তখন নাকি এমন কদাকার শীতল হয়!
ভিতরের লাভাগুলো সব দলা পাকিয়ে গেছে....
তবু'ও ভাঙ্গা শ্লেটে একমনে কেমন
ভবিষ্যতবাণী লিখে চলেছে
এক ল্যাংটো শিশু ।
ভবিষ্যতদ্রষ্টা না'কি সে!


তার চিকচিকে বিদূরের চোখ বলছে..
সুদিন আসছে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি ?
পৃথিবী কিন্তু তার ভবিষ্যতের চিন্তায় উদ্বেলিত,
অনুভবে অনুভবে আনন্দিত।
তাই'তো সকালগুলো সব আজ তার
রাতের থেকেও বেশী অন্ধকার ।
স্যাঁতসেঁতে...খসখসে..চিটচিটে ।


শিশুটার সাথে আমি'ও শুনতে পাচ্ছি-
পৃথিবীর হৃদয়ের হিস হিস শব্দ...
ছোবল মারবে সে,
যত জীর্ণ, দীন, হীন, সব তৈরী হও...
বদল আসন্ন..অগ্ন্যুৎপাত হবেই।
শুধু তার এই ভিজে, স্যাঁতসেঁতে, পুতিগন্ধময়...
খোলস ছাড়ার অপেক্ষায়।।


© শান্তনু