কবিতা হয়েছে দেখি বৃদ্ধা আজকে,
হারিয়ে ফেলেছে তাঁর জৌলুস ও গতি।
সময়ের ভারে আজ খোয়ায় লাজ’কে,
আজও হতে হয় যে রোজ গর্ভবতী ।
যৌবনকালে ছিল যে রূপসী দর্শনে,
তবু কেন ফের আজ অসূর্য্যস্পশ্যা।
কাগজে কলমের ঐ কর্ষণে ধর্ষণে,
ফি – রাতেই ফের কেন, হয় সে বেশ্যা !


কবি’রা এখন সব স্কিৎজোফ্রেনিক,
শুধু সোনালি অতীত জাবরেই মগ্ন।
অন্তঃসার শূন্য মনে সেজেছে প্রেমিক,
কবিতা’কেও তাই করে চলেছে নগ্ন ।


অপেক্ষা করছি তাই ঐ প্রসব দ্বারে,
দেখি না ! পুরনো চাল যদি ভাতে বাড়ে ।।


****************************
সনেট বিন্যাস – ক-খ-ক-খ গ-ঘ-গ-ঘ চ-ছ-চ-ছ জ-জ