চোরাবালি
সবুজ আহমেদ


ডুবে যাচ্ছি হারিয়ে যাচ্ছি পথ হারিয়ে অন্য পথে
ভূ-গর্ভ কোনো দেশে
ঝর্ণাধারার জল রাশি দেখতে দেখতে
সমুদ্রের মায়াবী খেলা দেখতে দেখতে
বালিযাড়ির চোরাবালিতে ধীরে ধীরে
অচেনা রাজ্যে চলে যাচ্ছি
অদৃশ্য হতে চলেছি পৃথিবী হন্তে
কেউ নেই আজ সাথে
স্বপ্নের শহর জননী জন্মভূমি বিদায় যাচ্ছি
আমার কোনো আলো নেই রাত্রিজুড়ে অন্ধকার
নেই চাদঁ তারা অপরুপ জোসনা
দিনের আলো ভাগ্যে নেই
অভাগা আমি অভাগা জীবন
কেউ কি আছে এই অবেলায়
বাড়াবে হাত বলবে ভালোবাসি । ।