সে বার যখন হেমন্ত,আসবে আসবে ভাব,
আমি তখনও চটি জুতাতে অভ্যস্ত।
তোমার যখন কফি খাওয়াটা স্বভাব,
আমি তখন চায়ের কাপে আরাম খুঁজি।
গ্রীষ্ম থেকে বসন্ত;আমার পুরোটাই অভাব।


তুমি যখন ক্যাফে রিওতে
কনফিউশনে থাকো কি খাবে?
আমি তখনো সিঙ্গারাতে মরিচ বাছি।
ফুঁটো চাদরের ওপাশে শহর দেখি।
আলোর শহর,মৃতের শহর
আর ভাবি,
তুমি আমায় হাতে মারোনি,ভাতে মারোনি।
মেরেছিলে শুধু প্রেমে।
হয়তো,আলোর শহর,মৃতের শহর বলে,
জীবন রয়নি থেমে।