এই যে আমরা মাঝ রাইতে না ঘুমাইয়া
কবিতা কবিতা খেলি!
এইডা কি ঠিক?
কুডুর কুডুর কইরা না হাইসা,
সোজা কথা যেমনে সোজা কইরা
কইয়া ফেলো,
ত্যামনে যদি আমারে ভালোবাসিটা কইয়া ফেলতা!
তাইলে উত্তর-দক্ষিন,পূর্ব-পশ্চিম
না ভাইবা,
তোমারে বুকের মইধ্যে জাইত্তা ধইরা,
বাকি জীবনডা দিব্যি পার কইরা দিতাম।
পেট ভরা ভাত আর বুক ভরা তুমি থাকলে,
এই জীবনে আমার আর কি লাগে?
তোমার জন্য বুকের মইধ্যে বিরাট জায়গা জুইড়া যেই অক্সিজেনের আবাদ করছি,
সেইখানে তুমি যখন খুশি আইতা
যাইতা,থাকতা,খাইতা,
ঘুমাইতা,নিঃশ্বাস নিতা।
মন চাইলে আঙ্গুল দিয়া,
ঘুরাইয়া প্যাঁচাইয়া ক-খ লেখতা।
তার পর তোমার নিকোটিন ভরা কপালে সবসময় যেইডা করি হেইডাই।
আস্তে আস্তে তোমার গরম নিঃশ্বাস আমার বুকের পাঁজর জুইড়া গোল্লাছুট খেলতো!
আর আমি তোমার ঠোঁটে ছোঁয়া ছুঁয়ি খেলতাম!
চান্দের আলো গইলা গইলা জং ধরা টিনের চালার ফুঁটা দিয়া বাইয়া বাইয়া পরতো!
হাসনাহেনার গন্ধে ভইরা থাকতো ঘর!
আইচ্ছা তুমিই কও,
এমন সুন্দর সংসার থাকলে
ক্যামনে করতা পর?