তুমি হতাশ করোনি মোরে
বালুময় সৈকতে দাঁড়িয়ে
সূর্যাস্ত দেখার পর
ঢেউ গুলি পায়ে ভেঙ্গে পরে
গোধূলির লাল রেখা জুড়ে;
তুমি মিশে ছিলে খুব,নিঃচুপ
পাখি হয়ে যদি ফিরে যাও
কারো ঘরে,চিরতে।
হয়ে সন্ধ্যা, রজনীগন্ধা
সুবাসিত করে মোরে,
নিজে হয়ে যাও পর...
আমি জল হয়ে, যাই বয়ে বয়ে
খুঁজে ফিরি সেই ঘর।