হঠাৎ কোন লোডশেডিংয়ে রাতে
মোমের অালোয় নিজের ছায়ার সাথে
পরলে মনে কাঁদবে জানি তুমি
মৌসুমি!


এখনোকি সকাল,দুপুর সাঁঝে?
লাফিয়ে উঠো হঠাৎ ঘুমের মাঝে?
ছায়ার মাঝে ছায়া হয়ে আমি
মৌসুমি!


যদি আমি প্রশ্ন করি তোমায়
পারবে কি দিতে আমায় জবাব?
কথার পিঠে কথা করে আড়ল
বলবে জানি,এটাই তোমার স্বভাব।


কি আর হবে আড়াল করে কথা!
কি আর হবে ভুলতে চেয়ে স্মৃতি!
সত্য যদি সামনে এসে দাঁড়ায়
সামলে নিয়ো নিজের পরিস্থিতি।


আমি না হয় স্মৃতির ছেড়া খামে
দেখা হলে দু-এক ফোঁটা ঘামে!
আড়াল করে হেটে যাবে তুমি
মৌসুমি!