তোমার বুকের ভেতর
যে বরফ জমে ছিলো শতকাল!
তা আজ ঝড়না করে চোখ
ভালবাসা তবে মিছে আশা হয়ে থাক,
এবার না হয় কিছু কথা হোক।


হিমাঙ্কের নিচে জমে থাকা উষ্ণতা
নিরবতার মাঝেও উকি দেয় হাজার কথা
প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক যেখানে আমি;
সেখানেই ডানা মেলে তোমার নিরবতা।

নিরবতা যদি সঙ্গী করে নিবে
তবে কেন জড়ালে আমায় মায়ায়?
ছায়া হয়ে যদি,জীবনে আমার রবে
তবে কেন হারিয়ে যাও ছায়ায়?


তবে কেন দ্বিধায় থাকো রোজ?
বাস্তবতায় হারাও আমায়
স্বপ্নে করো খোঁজ।
অতঃপর,
আমি আজ নিখোঁজ।