মৃত্যুর কাছাকাছি এসে হাত পেতে দেখি
জন্মানোর অনেক বাকী—


এই জন্ম পূর্ণ জন্ম না,ক্ষীণ এবং বেসুর
এই জন্ম সিন্ডিকেটে হয়ে গ্যাছে অসুর।
এই জন্মে হাত নেই,এই জন্মে পাপাচার
এই জন্মে ডাল খাই, দুধ ডিমে অনাচার।
এই জন্মে প্রেম নেই,যৌনলীলা সারছি
এই জন্মে পা নেই,মাথা গুঁজে হাঁটছি।


এই জন্ম আসলে জন্ম না—
মায়ের দুধ খাওয়ার এক মহোৎসব যেনো!