ফের্গানার উঁচু বুক ক্ষয়ে ক্ষয়ে অ্যাশট্রে-তে জমা মাটি,
ধ্বংসস্তূপে ফিনিক্স পাখি ছুঁয়ে দিলো সোমালিয়ার নুগাল ভ্যালি
এরপর সংকটাপন্ন জীবন থেকে তৈরি হলো নতুন নতুন উপত্যকা!


আর্মেনিয়ার কৃষ্ণ সাগরে ডুবে গেলো আমেরিকার প্রেমিক যুগল
ফ্রাঙ্কফুর্ট শহরের যেই মাইন নদী,সেখানে উড়ে গেলো সাইবেরিয় ঝড়
অথচ আমার ভৌগোলিক  মন বুড়িগঙ্গার মতো অনুর্বর!


এখানে ডুবে যাওয়ার ভয় নেই,অদ্ভুত কেমন নিরানন্দ
এখানে ঝড় আসেনা বলেই কি ফেরি করি আনন্দ?