চাঁদের আলো খেয়ে বেঁচে থাকে মানুষ
দুর্বিষহ জীবনে আকাশ হয়ে ওঠে ঘরের ছাদ;
পৃথিবীর ফুটপাতে মাঝ রাত্রিতে তখন বিশ্রাম নেয়-
                       জ্বলতে জ্বলতে ক্লান্ত অগণিত তাঁরা।
তাঁরাদের পাশ কাটিয়ে আমরা ফুল হাতে ফিরি
কনডমের গন্ধে বিভোর কেটে যায় সুখের রাত।


তারপর,প্রাতর্ভ্রমণ বেরুই...
                                দেখি!
আকাশ ছাঁপিয়ে রংধনু ভাসে
            নীল শুভ্রের লুচ্চামি ঘ্রাণ আসে।


তবুও,মাঝে মাঝে দিনকাল মেপে;
        আমাদের গর্ভজাত চেতনা থেকে মুক্তি পায়
সমাবেশ সেমিনারে অধিকার আদায়ের বুলি।
তুলতুলে চেয়ারে পা চাপিয়ে মুখে তুলি ফেনা
বহু জারজ সন্তানের রক্তে আমাদেরই বীর্যের দানা।



টুপটাপ বৃষ্টির মৃদ্যু কম্পনে কাঁপছে এখানকার পথ,
ঝড়ছে কারো কণ্ঠ থেকে বৃষ্টির মায়াভরা সুরে অবলীলা
ভেজা হাতের প্রলেপ ডিঙিয়ে চুরি গুলো শ্লোগান দিচ্ছে।
কাজল চোখ  মানচিত্র সমান টিপ থরথর কাঁপা ঠোঁট
এসবের বিপরীতে,আধা শবের হৃদয় পরে গেছে গর্তে।
মেঘালয়ে মেঘ সব বিষাদের ডানা বেয়ে দাউদাউ উড়ছে;
বৃষ্টিতে ভেজা চুরি,ডাস্টবিনে খরতাপে দাবানলে পুড়ছে।