আমি কার জন্য আর কাঁদব?
কেনইবা কাটাব নির্ঘুম রাত?
যত কষ্ট- গ্লানি মুছে যাক;
ধুয়ে যাক শিশিরের জলে!
স্মৃতিকাতর কবিতার পংক্তিগুলো
রয়ে যাক আবৃত্তিহীন!
বুকে জমানো যত স্বপ্ন ভালবাসার-
তৈরী হোক তাতে সিন্ধু-গিরি!
নবযাত্রা হোক তবে সকল ক্লান্তি হেরি
নিজেই রচিয়া আপন পথ!
রঙিন স্বপ্নময় গভীর ঘুমের দেশে-
হোক তব বিচরণ, আর
বেঁচে থাকুক ভালবাসা!!!


আজ সব নিঃশঙ্কোচে, অকপট ঝেড়ে ফেলা!
যত মায়া, যত টান- ছিঁড়ে গেল হতাশায়।
ক্ষীণকাল কেন তবে, অভিনয়ে ছলনা?
অবেলায় সব হারা - সবকিছু প্রতিকূল!
সব ব্যাথা ভুলে আজ শুরু হোক নির্ভূল।
আপনার তরে তবে নূতনের জয়গান-
ভালবাসায় মুছে দিয়ে সব ব্যাথা -অভিমান।