হতে চাই আমি তোমার হাতের
মেহেদী রাঙ্গা রঙ্গিন আলপনা,
হতে চাই অধিক সুখে কপোল
গড়িয়ে ঝরে পড়া নিরব অশ্রুকণা।
হতে চাই আমি তোমার দুঃখের বেলার
নিস্বার্থ এক সাথী-
টেনে দিতে চাই সকল দুঃখের প্রান্তে একটি যতি।
হবে কি তবে অসীমের পথে নির্ভীক সহযাত্রী?
চেয়ে আছি পথ, আশার আলোয়
অভীক পথযাত্রী।