ভানুমতির খেলার ছলে কেড়ে নিয়েছ এই মন।
লজ্জা ভেঙে করেছ আপন, ধন্য করেছ এই জীবন।
বাতাসে আজ গোপন কানাকানি, ভেসে বেড়ায়  এ কী রটনা?
সীতা-রাম নয়, নহে কৃষ্ণ-রাধা, এ যে তার চেয়ে বড় ঘটনা!


তোমার ছোঁয়াতে এত যে যাদু,  ভুলে গিয়ে চারিপাশ-
মাঝ নদীতেই দিকহারা মাঝি দিয়েছে মরন ঝাপ!
কেন আজ তবে হঠাৎই এমন পেয়েছে বিবেক লোপ?
ইচ্ছা নদীতে ডুব সাতারে হচ্ছে আনন্দ খুব!!!