জীবন উর্ধ্বগতির! ছুটছে রুদ্ধশ্বাসে!
হবেনাকো জয়! বালুকাময় অনন্ত-
দুর্জয় পথ, না থাকলে কেউ পাশে।


বিজয়ের হাসি না হেসে
তবে কি করতে হবে বরণ-
দুঃখকেই অবশেষে?


মনোমাঝি আজ ধরেছে হাল,
আসুক তুফান, ছিড়ুক পাল!
দুর্বার-নির্বার সবকিছু দিবে সামাল!


ক্ষুধাতুর পৃথিবীর আহ্বান-
বাঁচাও মোরে;
চালাও অভিযান আজ জোরেসোরে।


এসো না, কে হবে সঙ্গী আমার?
জীবন ক্ষণস্থায়ী, হতে যদি চাও
চিরস্থায়ী, ধর হাল-কর তরী পার।।