বুভুক্ষু পৃথিবীর বুকে আমি
এক নিঃসঙ্গ যাযাবর।
চাওয়া-পাওয়া সেথায় শুধুই মরিচিকা,
ধু ধু বালুচর।


দুর্গম,অন্ধকারে আমি এক
পথহারা ক্লান্ত পথিক,
পাবার আশায় খুঁজে ফিরি সতত
সঠিক পথের দিক।


কোন এককালে দেখেছিনু তারে,
কোন এক পথের বাঁকে।
দাঁড়িয়ে ছিল বাড়িয়ে দুহাত,
দেইনি সাড়া সে ডাকে।


একেলা পথে বসে বসে ভাবি
করেছি এ কী ভুল!
বিপদে ভরা সে পথের
সমুখে দিতেছি সে ভুলেরই মাশুল।


হারানো অতীত আফসোস জাগায়
আপন হিয়া তলে।
সে গিয়েছে ভেসে সময়ের
স্রোতে,আর ফিরবে না বলে!!


যদিও আজ ফিরে চাই তারে,
বরিব সে আশা করে--
বরণডালা সাজিয়ে রেখেছি,
পাব কি বল তারে?


'জীবনে সুযোগ বারবার আসে না'
কর তার সদ্বব্যবহার।
একবার সে সুযোগ চলে গেলে
তারে ফিরে পাবে না আর।


শিক্ষা: সুযোগের সদ্বব্যবহার
করুন, কারন আজ হেলায় সুযোগ নষ্ট
করলে ভবিষ্যতে তার জন্য আফসোস
ছাড়া আর কিছুই করার থাকবে না।
কারন কথায় আছে "সুযোগ একবারই
আসে।"
উপদেশ: আজ
যে কাজটি করতে পারবেন
তা কালকের জন্য ফেলে রাখবেন না।