নিশি কাব্য, এ কোন ইন্দ্রজালে জড়ালে আমায়?
তমানিশার ঘোর অন্ধকার, তোমারি আলোকচ্ছটায় হয়েছে বিলীন।
মোহাবিষ্টের ন্যায় নিশ্চল আমি, তোমার আবির্ভাবে-
অপরূপার স্বরূপ উন্মোচনে ভেবে যাই অন্তহীন।
কাব্যিক ছন্দে তোমার পদসঞ্চার, ব্যাকুল হৃদয়ে উঠে হাহাকার-
কোমল পদযুগল বক্ষে করি ধারন-
ময়ূরাক্ষী তোমার নয়নে নয়ন রেখে, হারাব আমি, হোক না তবে প্রেমময় আলিঙ্গন!!!
কোমল উষ্ঠাধরে তোমার মৃদুকাঁপন তুলে, ডেকেছ কি ভূলে?
জড়তা ভেঙ্গে, উচ্ছসিত মনে করেছি অভিবাদন-
তোমাতে আজ খেই হারানো, দিকহারা এক নাবিক,
ধরেছে হাল যেন আনাড়ি- মাতালের মতন।।
অজানা পথে হায়, চলেছে তরি,ভিড়তে তোমার ঘাটে-
হাতে রেখে হাত, নিয়ে চল সাথ, তোমার হৃদয় বাটে।।