নিশি কাব্য! আমায় করো মার্জনা।
তোমার ভালবাসা পেতে করেছি আরাধনা।
নিধির কালো রেখা, মুছে দিল সবই;
দোষী কেউ নয়, তবুও কেন ভুগছি?
অযাচিত ব্যাথায় আজ কুকড়ে মরছি
দেখার নেই কেউ।তুমি দিলে ধরা
প্রেমের মায়াজালে,লাজুক অপ্সরা।
এত কাছে পেয়েও তবুও দূরে ঠেলে দিই,
মরিচিকার পিছে ছুটে ক্লান্ত প্রান হারিয়েছে খেই।
সাহসের শিকলে পাইনি নাগাল
মাঝ নদীতে তরীর ভেঙ্গেছে হাল।
তোমার হৃদয় তটে আর ভিড়বেনা নাও!!!
স্বপ্ন ভঙ্গের যাতনায় আজ হাহাকার উঠে,
নিরোপায় মাঝি তাই কাঁদে অস্ফুটে।।