কেউ বলে না, একটু শোন-
মনের জমা কথাগুলো
শুনতে আমি বসে আছি
অধীর আগ্রহে।


কেউ বলে দেখ চেয়ে-
নীল আঁচলের শাড়ী পড়ে
লাগছে কেমন?
দেখব বলে আছি চেয়ে।


কেউ বলে না, দুঃখ কেন?
এইতো আমি আছি পাশে
দুঃখের বোঝায় যাচ্ছি পিশে
ভাগ নেবার কেউ কি আছে?


কেউ বলে না, ভাবছ কেন?
সুখ-সময় আসবে ফিরে
এমন কথা শুনতে আমি
কান পেতেছি কথার ভিড়ে।


তাইতো এখন ভাবছি বসে
অনেক কিছুর হিসেব কষে
নিজের কাছে যাহা দামি
আর কিছু নয় সে যে, আমার আমি।