আমি আজ হারিয়ে গেছি,আমার পৃথিবী হতে।
চারিধারে সবকিছু বড্ড অপরিচিত আর বিদঘুটে।
হয়েছে সব সম্পর্কের বৃন্তচ্ছেদ, আর আমি?
খসে পড়েছি প্রভাতের পূর্বেই কাঠ গোলাপের মত!


আমি আজ ডুবে গেছি  নিস্তব্ধ  অন্ধকারে।
ভীতিহীন একাকী চলছি অজানায়,কোন আলোর খুজে নয়!
ঘোর অন্ধকারের মাঝে আলোর সীমা ছাড়াতে।
আধারের বিশালতায় তুচ্ছ হয়েছে সব আলো; আর সকল কদর্যের সম্মিলনে ঢেকে গেছে স্বীয় কদর্য রূপ।


আমি তলিয়ে গেছি চোরাবালির মাঝে; অতল গভীরে।
বড্ড নিরুপায় হয়ে করেছি আত্মসমর্পন, আর ছেড়েছি বাঁচার অর্থহীন আশা!
সকল টানাপোড়ন আর জটিল ধাঁধাঁর মাঝে-
হয়েছে বুদ্ধির লোপ, মস্তিষ্কের সব নিউরন হয়েছে সংকুচিত।


আমি থমকে গেছি, আমার চলার মাঝপথে।
ছন্দহীন পথে চলতে চলতে  অসাড় হয়েছে পদযুগল।
সহযাত্রী সব গিয়েছে ছেড়ে, অক্ষম -অথর্ব ভেবে।
পথপ্রান্তের রঙিন স্বপ্নগুলো তাই হয়ে গেছে বড্ড ধূসর।


আমি আজ কিংকর্তব্যবিমূঢ়, কালের যাতাকলে নিষ্পেষিত এক প্রান।
চুকিয়ে সব লেনদেন, কাধে নিয়ে শত অপবাদ  হলেম তাই অন্তর্ধান।