খেয়া বাঁধা আছে ঝিলের তীরে,
মৃদু মৃদু দোলে হাওয়ার স্রোতে,
দ্বিপ্রহরের নেশাতুর আলো বিদ্যুতসম খেলে,
মাঝি তুমি কেন একা ফেলে দিয়ে গেলে?
কেন এই নিরবতা? বেড়ে ওঠা কচুরিপানা,
ভিজে খোলে জমাট বেঁধেছে শ্যাওলা,
আলগা হয়েছে পাটের দড়ি,মাছিদের আস্তানা;
কত খেয়া ভেঙ্গে চুরমার হল
হঠাত্ ঝড়ের দাপটে,
ভাঙ্গা পাটাতন, একাকী,
এলোমেলো দিন কাটে;
বয়স আমার সত্তর হয়ে স্থির হয়ে গেছে কবে
ঝিমিয়ে ঝিমিয়ে তন্দ্রাও আজ বিস্ময়ে হতবাক,
ঝোড়ো হাওয়া উড়িয়ে নিয়ে যাক,
উদাসীন প্রহর গোনার যন্ত্রণা,
অসীম নক্ষত্রলোকে|