তোমাকে বলা হয়নি অনেক কথা
না দেশের কথা নয়,পৃথিবীর কথা নয়
আমার অনেক কথা,আমাদের কথা।
তোমায় এখনও বলা হয়নি
দুই শালিকের ঝগড়ার কথা
সমুদ্র ও বাতাসের সম্পর্কের কথা।
তোমায় এখনও বলা হয়নি ,
গ্রীষ্মের আগুনে প্রখরতার কথা  
বৃষ্টিতে ভেজা মাটির সোঁদা গন্ধের কথা
শরতে মায়ের আগমনীর কথা।
তোমায় এখনও বলা হয়নি ,
হেমন্তে নতুন ধানে নবান্নর কথা
শীতে শিউলির ভালোবাসার কথা
বসন্তে রঙ্গিন আবির আর পলাশের কথা।
তোমায় আরো অনেক কিছু বলার আছে
সেটা কলমের ভাষায় নয় ,মনের ভাষায়
কোনোও এক মাঘী পূর্ণিমার নির্জনতায়
তুমি সেই খোঁপায় ফুল দিয়ে বাসন্তী শাড়িতে,  
খোলা ছাদে পাশাপাশি বসে অনেক কিছু বলবো
আমাদের কথা ,তোমায় ভালোবাসার কথা
তোমায় বলা হয়নি আরো অনেক কথা।।