বছরে একবার বৈশাখ আসে যায়
অনেকে পান্তা ভাতে ইলিশ খায়
      খায় যদি খাক্ না খাক্
     খেয়ে দিন যাক্ না যাক্
তাতে আমার কিইবা আসে যায়!


বছরে একবার বৈশাখ আসে যায়
  অনেকে সাজে বাঙালিয়ানায়
       সাজে যদি সাজুক না
       ঢাক ঢোল বাজুক না
তাতে আমার কিইবা আসে যায়!


বছরে একবার বৈশাখ আসে যায়
  অনেকে রঙে ঢঙে ভেসে যায়
     রাঙুক বঙ্গের জোত সব
   ফিরে ফিরে আসুক উৎসব
তাতে আমার কিইবা আসে যায়!


যদি বৈশাখ একবার না আসে যায়
   যদি না বছর বারো মাসে যায়
          যদি না ধানে হাসে
          যদি না প্রাণে হাসে
  তবেই কিন্তু আমার আসে যায়।