হঠাৎ আগন্তুক এসে,
প্রশ্ন করে আপনি কে?

বলি- আমি কবি(!)

বন্ধুদের প্রশ্ন করলে,
বন্ধুরা যার যার পদবি বলে।

-আগন্তুক স্যরি;
আমি একজন মানুষ খুঁজছি।