যদি নাই ভালো লাগলো তারে
   তবে ইশারায় ডাকলে যে
যদি নাই লাজে লজ্জাবতী হলে
   আঁচলে মুখ ঢাকলে যে।


স্মৃতির জানালাগুলো খুলে দিয়ে
মালা গাঁথলে প্রীতির ফুলে প্রিয়ে।


যদি নাই ভালো বাসলে তারে
     মন তোর রাঙলো যে
যদি নাই মনে পড়লো তারে
    রাতে ঘুম ভাঙলো যে।


যদি নাই আজ জ্যোৎস্নায় নাইলে
অনুরাগের গান সে তো গাইলে।


যদি নাই প্রেমে পড়লে তার
মনপটে তারে আঁকলে যে
যদি নাই মন ব্যাকুল হলো
তার অপেক্ষায় থাকলে যে।