এক দেশে ছিল এক মহা হাবু রাজা
কাজীর রায়ে হলে নয় মাসের সাজা।
কারাগারে দেখভাল করতেন হাঁস
এবং কাটতেন রোজ ঘোটকের ঘাস।


ক'দিনেই ঘোটকের সাথে হয় সখ্য
বললে ঘোটক শুনে, হাবু রাজার দুঃখ!
ঘোটককে একদিন বলেন রাজা হাবু
“জীবনে তোরে ভুলিব না রে কভু।”


ঘোটক রাজাকে শুধায় একটি কথা
“কখনো দিয়েছ রাজা কারো মনে ব্যথা?”
-“ব্যথা দেইনি, তবে বলেছি কথা বেফাঁস
এক বেফাঁস কথাতেই সাজা নয় মাস!”