হাঁদুরও ছিলো কোন একদিন
     রঙিন একটা শৈশব
  তোমরা শুনতে যদি চাও
    এসো এসো, কই সব-
কত গেঁথেছে মালা হিজলে
নেচেছে কি স্থলে কি জলে।
ছুড়ে ফেলে হাতের বই সব
খেয়েছে পাতিলের দই সব।
হুড়মুড় দিয়ে গুড় কুড়মুড়
খেয়ে শেষ করতো খই সব।