খোকা খুকি খোশগল্প করে খুলাখুলি
কুসুম কাননে কলিকার কোলাকুলি।
খরস্রোতা খেয়াঘাটে খেয়ারির খেয়া
কুসুমিত কতক কচি কুমুদ কেয়া।
কমলিনী কত কথা কয় কানাকানি
কাঠঠোকরার কানখাড়া কোনাকোনি।
খালে কচুরিপানা কটাল কলকল
কুমিরে খটখট কৈ খক্ খলখল।
কুঞ্জবনে কুণ্ডলী কুঁদ কলমি কুঁড়ি
কামিনী করবী কদম্ব খোঁপায় খুড়ি।
কামরাঙা কলা কৎবেল খান কাকা
কাতলের কাতরানি কাকে করে কাকা।
কাকাতুয়া কোকিলের কণ্ঠে খুঁতখুঁত
কিশোর কিশোরী খোশে খেলে কুতকুত।
কঠোর খাটুনিতে কাঠুরে কাঠ কাটে
কৃষি কাজে কৃষান-কৃষাণী ক্ষেতে খাটে।