কাল দরিয়ায় নৌকোয় পাল তুলিয়া
বৈঠায় হাল ধরিয়া কে আছ বইয়া?

ওগো কাল কারে কই লইয়া যাইবা
দয়া কইরা যাও না একটু কইয়া।।