আবার শুরু হবে ছোটাছুটি
আবার হবে খোলা হল
শুরু হবে লোকের আনাগোনা
আবার শুরু হবে কোলাহল।

আবার লোক সমাগম হবে সমুদ্র সৈকতে
দ্রুতযান দ্রুতই সেখানে নিয়ে যাবে বয়ে
আবার সৈকতে শুরু হবে উন্মাদনা
আবার লাল কাঁকড়ার দল পালাবে ভয়ে।

বেড়ে যাবে বায়ু দূষণ শব্দ দূষণ
বেড়ে যাবে জোঁকের রক্ত চোষণ।

আবার চেনা পৃথিবীতে ফিরে যাবো
দেখতে পাবো-
সবুজ পাতাগুলোকে ধূলোয় মাখা
দেশি রসালো ফলগুলো রাসায়নিকে পাকা।

কতজন ঘুরবে বারেবারে শত দ্বারে দ্বারে
সাথে নিয়ে করোনার ক্ষত
কতজন দিবে সান্ত্বনা কতজন বলবে কথা কত।