কতদিন যাইনি এঁটেলমাটির খালে
কতদিন হাঁটিনি ক্ষেতের বড় আলে।
কতদিন রাখিনি হাত সোনালী ধানে
যে ধানের ঘ্রাণে সতত আমায় টানে।
কতদিন নাইনি বৌলাই নদীর জলে
কতদিন দেখিনি বনে জোনাক জ্বলে।
কতদিন বসিনি কাঁঠাল গাছের ছায়
কতদিন জুড়ায় না প্রাণ অমল বায়।
কতদিন বাঁধিনি খড়কুটোয় খেলাঘর
কতদিন মিছামিছি রাঁধিনি বেলাভর।
কতদিন রাখিনি দু'পা মাড়াই খলায়
কতদিন গামছা ঝুলাইনি যে গলায়।
কতদিন তৃষ্ণা মিটাইনি খেয়ে ক্ষীরে
কতদিন দেখিনি চঞ্চলা বৈশাখীরে।