পথশিশুদের তোমরা ভাবছো
ওরা মাতৃ গর্ভে ছিল কিনা?
ওরাও ছিল মাতৃ গর্ভে
ভূমিষ্ট হয়নি প্রসব ব্যথা বিনা।
ওদেরও ছেঁড়া জামা কাপড়
রোদে মেলে দিলে শুকায়,
ওদেরও সব দুঃখ-কষ্টে
জননী করেন হায়হায়।
ওরাও যখন রোদে পুড়ে
ওদেরও গায়ে করে জ্বালা,
ওদেরও সাধ জাগে কখনো
গলায় পরতে ফুলের মালা।
ওদেরও শরীর কাটিলে
লাল রক্ত ঝরে ফোঁটা ফোঁটা,
ওরাও চায় তোমাদের মতো
পড়তে বই মোটা মোটা।
ওরাও এই রঙিন ভুবনের
তোমাদের মতো মানুষ,
ওদেরও স্বপ্ন আছে
উড়াতে চায় রঙিন ফানুস।