প্রভু আর দেখবো কতো কাল?
শীতার্তরা ঘুমাবে ছাড়াই লেপ, শাল।
প্রভু আর দেখবো কতো কাল?
নিরীহ মানুষ কাঁদবে হয়ে, কাঙ্গাল।
প্রভু আর দেখবো কতো কাল?
মধ্যবিত্ত হারাবে জীবন মান, তাল।
প্রভু আর দেখবো কতো কাল?
পীড়িত বাঁচবে ছেড়ে, চিকিৎসা হাল।
প্রভু আর দেখবো কতো কাল?
ক্ষুধার্তর ভাগ্যে জুটবেনা, ভাত ডাল।
প্রভু আর দেখবো কতো কাল?
ভাসমান মানুষের নেই ঘর, ছাল।
প্রভু আর দেখবো কতো কাল?
শ্রমিক খাবে চাপড়, পেতে তার গাল!
প্রভু আর দেখবো কতো কাল?
প্রতারক পাতিয়ে রাখবে, তার জাল।
প্রভু আর দেখবো কতো কাল?
দপ্তরে নথি চলেনা, ছাড়া কোন মাল!
প্রভু আর দেখবো কতো কাল?
জনসেবক বানাবে সেতু, কেটে খাল!