আমি সত্যবাদী!
জনদরদী দেশ প্রেমিক!
বিদেশে পাঠাই কমিশনে সকল শ্রমিক।


আমার ছেলেমেয়ে বিদেশে করে লেখাপড়া,
থাকতে পারিনা দেশে
ছেলেমেয়েদের ছাড়া!


প্রতিমাসেই বৌ'র জন্যে
সখে স্বর্ণ কিনি!
কাস্টমস কর্মকর্তাদের দেই চা-পানি!


আমার মা-বাবা
ঘুরে বেড়াতেন গ্রামে গ্রামে,
এখন তাদের এনে দিয়েছি বৃদ্ধাশ্রমে!


আমার বাড়িঘর সবসময় থাকে খালি,
প্রাসাদে শুধু পাহারাদার,
কুকুর ও মালি।


দেশের সাধারণ মানুষকে যাইনি ভুলে!
নির্বাচন এলে
কথা বলে যাই প্রাণ খোলে।


গরীব-দুঃখী মানুষকে খুব ভালবাসি,
এবার বিজয়ী হলে
খাওয়াব গরু-খাসি।


শেয়ার মার্কেট যতই করুক উঠানামা,
ভয় নেই
আছেন আমার বড় বড় মামা!