বিশেষ-ব্যক্তিদের হাতধরে,
                    "মেধা" বেচি হাটে!
তাদের জোরেই,'আনাড়ী'
                   খেলা করি মাঠে।


গলায় সুর থাক,বা না থাক;
                 তাতে কি যায় আসে?
কম্পিউটারে সুর মিলিয়ে,
                    মন আনন্দে ভাসে।


টাকার জোরেই অভিনয়টা,
                    করি সহজে!
এতোসব ছলাকলা,
                    করে যাই সঙ সেজে।


নেতা সেজে মঞ্চে উঠে,
                    দিয়ে যাই ভাষণ!
নীতির কথায় আঙ্গুল নেড়ে,
                     করি শাসন।


গরীব-দুঃখীর কথা শুনলে,
                    চোখে আসে কান্না!
বাস্তবে নেই না 'খবর'
                    কার ঘরে হয়নি রান্না।


মা-বাবাকে শ্রদ্ধা করি,
                    ঈদ-পূজোয় নিই খবর!
মরলে পরে পাঁকা করে,
                    বানাবো তাঁদের ঘর।


গাড়িতে কালোগ্লাস লাগানো,
                   'জনতা অন্ধ'
ঠাণ্ডা হাওয়ায় গা হেলে নিই
                    'হুরপরীর' গন্ধ।


ডজনখানি ফ্ল্যাটবাড়ি,
                    কোটি টাকা ভাড়া পাই!
প্রতি ফ্ল্যাটেই অপেক্ষায় থাকে,
                   একজন করে 'রাই'।


ছদ্মনামে ফ্রেন্ডলিস্টে,
                   আছেন অনেক 'স্টার'
আমজনতা জানে না,
                  এঁরা কতোবড়ো মাষ্টার!