অতিমাত্রায় খুঁতখুঁতে স্বভাব
রুটিরুজির সন্ধানে রোজ মাঠেঘাটে ছুটেচলা।
চৈত্রের প্রচণ্ড রোদের তাপে পিপাসায় বুকফেঁটে টুকরোটুকরো!
নলকূপের জলপানে আর্সেনিকের ভয়!
একবোতল ঠাণ্ডা মিনারেল (!) ওয়াটার কিনে
ঢোকঢোক করে গিলে অর্ধেক বোতল খালি।
ক্ষণিকের জন্য তৃষ্ণা মিটে;
আবার জলপান করতে বোতলের জলে আবিষ্কার হয় শ্যাওলা!
খুঁতখুঁতে মনটা আতঙ্কে কেঁপে উঠে!
বোতলজাত জলের উপর আস্থাটা মুহূর্তেই হাওয়া।
পেটটা একটু ব্যথা করছে না তো?
চলল মনকে শক্তকরার প্রয়াস;
অজান্তে, কতো শ্যাওলাই তো শরীরে জমেছে হিসেব নেই!
আজকের এই সামান্যটুকু শ্যাওলা পেটে গেলে কী আর ক্ষতি?