'কুড়িতে বুড়ি' ভাবনাটা সেকেলে; অদ্য তা ফিকে
চার কুড়িতেও একালে যৌবন থাকে ঠিকে!

আইবুড়োর ভাবনা কপালে নেই বুঝি আর বিয়ে
বড় সাধ ছিল যে, বাবা বলে ডাকবে ছেলে ও ঝিয়ে।

চেম্বারে একা একা বসে শুধু ভাবেন মোক্তার
মামলা নিয়ে কাছে আসে না কেন লোক তার?

গালে হাতে বসে ভাবেন 'আহাম্মক' মক্কেল
আজো হলো না কেন যে তার একটুও আক্কেল।

ভীতুরা ভাবেন কাল-পরশুই মরে যাবেন
পরকালে গিয়ে চালাবেন মহাকাশে ভ্যান!

ডাক্তারের ভাবনা কেন যে শুধু নিজে 'রাগেন'
আজকাল রুগীর অভাবে জ্বরে কেন ভোগেন?

বউয়ের ভাবনা স্বামী তার গেছেই এবার বকে
এই হাবাকে বিয়ে করে গেলাম না তো ঠকে?

নেড়ার ভাবনা কেন শুধু বেলতলারই দোষ
'টাকে' কাকের বিষ্ঠাও পড়ে, না থাকলে হোশ।

ধনীদের ভাবনা ধন মান তাদের অতি কম
সারাদিন খেটেও ধন মান হয় না কেন মতির সম?

আষাঢ়ে মনে মনে ভাবেন বেকার বাসাড়ে
মাসে মাসে ভাড়ার টাকাই যায় শুধু খসা রে!

বাড়িওয়ালা জানান তাঁর মনের ভাবনা
ভাড়াটে যা ভাবেন তত কিন্তু লাভ না।

আঁতেল ভাবেন তিনিই এই জগতে সবজান্তা
জানা আছে একে-একে সব তার পন্থা।

ক্রেতার ভাবনা ঊর্ধ্বগতি কাঁচা পণ্যের বাজারে
কখনো দেখিনা কেন আমাদের রাণী-রাজারে।

বেকার রাতদিন শুধু ভাবেন কাল কি খাবেন
চাকুরির জন্য আর কোথায় কোথায় যাবেন?

উন্মাদের ভাবনা দুনিয়াটা সকল পাগলের
অংশও কম নয় ঘোড়া-গাধা-গরু-ছাগলের।

শিয়ালের ভাবনা বনের পণ্ডিত তিনি নিজেই
চার ছক্কা মারেন চারপায়ে দাঁড়িয়ে ক্রীজেই!

ভাবনার দোলনায় দোলেন কিছু ছাত্র-ছাত্রী
এবারই হবেন তাঁরা দেশ সেরা পাত্র-পাত্রী!

পাচকের ভাবনা ঝাল নেই কাঁচাপাকা লঙ্কায়
রান্নাটা কি হয়!কি হয়! থাকেন তিনি শঙ্কায়।

চালকের ভাবনা যাত্রীরা কেন উঠে না গাড়িতে
এবার বুঝি তেল মাজতে হবে যাত্রীর দাড়িতে।

প্রার্থীর ভাবনা মূল্যবান ভোট তো তাকেই দিবেন
ভোট খানা দিয়ে শুধু বুড়ো আঙ্গুলটা চোবেন।

ফেসবুকার ভাবেন আজ কোথায় কোথায় খাবেন
সেল্ফি পোস্ট দিয়ে লাইক কমেন্টস শুধুই পাবেন।

জনগনের সেবার কথা ভাবেন আদর্শ পুলিশে
ভাবনা বেশি আসে মাথা যখন রাখেন বালিশে।