ঈদ আসন্ন ; দোকানপাট ছিমছাম
ক্রেতার ঢল ; কেনাকাটার ধুমধাম।
অফিস কর্মকর্তা লোক ভীষণ সাচ্চা
মার্কেটে ছুটেন, তাঁর সঙ্গে বউ বাচ্ছা!
বউয়ের শাড়ি কিনেই কর্তার গচ্চা
ঈদের বাজেট হলো সবই খরচা!
বাচ্ছায় বলে, “ দাও আমাকে জামা-জুতো”
বউ রেগে কর্তার পিছে মারেন গুঁতো!
কর্তা দোলেন, দেখেন চোখে সর্ষেফুল
ঈদ বাজারের অঙ্কটাই তাঁর ভুল!
কানে মশায় গান করছে ভনভন
দোকানী বলছে, “ আর কি লাগব কন?”
কর্তা -, “দেন ভাই একগ্লাস ঠাণ্ডা জল”
বউ খোঁজেন কোথায় জুয়েলারী মল!
কর্তায় ঢোক ঢোক জল করেন পান
বউ কর্তাকে জনসম্মুখেই শাসান।