আমি এক দপ্তরের করণিক
               নিয়োগ পেয়েছি হতে সরকার
কর্তব্য পালনে উপেক্ষা করিনা
               বলি না কথা না হলে দরকার!


আমি নির্ভেজাল উপার্জন খাই
               নির্ভেজাল খেয়েই আছি আয়েসে
যখন যত টাকা লাগে পকেটে
               জনগণ দেন মনের খায়েশে!


ঈদ-পার্বণে দু'হাতে করি দান
               আমার যাকাত পেতে জন-ঢল
লোভে ঠেলাঠেলি করে লোকজন
               প্রাণটা খোয়ায় হয়ে পদতল!


আমার কী এতো সময় আছে
               দেখ ভাল করব সবকিছুর?
আমি সদাই সৎ চিন্তায় মগ্ন
               কল্যাণে বৃদ্ধ ও অনাথ শিশুর!


দাঁড় করেছি এক অনাথাশ্রম
               প্রায়ই পাই বিদেশী অনুদান
অনাথ শিশুরা পায় ডাল-ভাত
               আর জামা-কাপড় বাঁচাতে মান!


বৃদ্ধদের জন্য হবে বৃদ্ধাশ্রম
               বৃদ্ধ বাবা পাবেন স্বর্গ-উদ্যান
উদ্যানে করবেন বাবা উল্লাস
               উপাসনালয়ে করবেন ধ্যান!