হে প্রভু দুনিয়াতে ;
-বিসর্জন দিতে শিখিনি
ভোগ-বিলাসিতা শিখেছি!
পুড়ে ছাই হতে শিখিনি
শিখেছি স্বর্গ-উদ্যানে মত্ত থাকতে!
শিখিনি নিজে ঢাল হতে
শিখেছি অন্যকে ঢাল বানাতে!
শিখিনি পরোপকারী হতে
শিখেছি আত্মকেন্দ্রিক হতে!
মানুষ হতে শিখিনি
শিখেছি অমানুষ হতে।
শিখিনি কোমল হতে
পাষাণ হতে শিখেছি!
অহিংসক হতে শিখিনি
শিখেছি পরশ্রীকাতর হতে!
সাধু হতে পারিনি
হতচ্ছাড়া হতে পেরেছি!
সুধী দর্শক হতে পারিনি
ধর্ষক হতে পেরেছি!
জ্ঞান পিপাসিত নই
নীতিবাক্য শুনাতে ব্যস্ত রই!
একটি প্রাণও বাঁচাতে শিখিনি
শুধুই প্রাণনাশ করতে শিখেছি!
ধার্মিক হতে পারিনি
হতে পেরেছি বকধার্মিক!
তবু শান্তি দাও প্রভু!