দু’টি পাতা একটি কুঁড়ির দেশ
হেসে খেলে সকলেই আছে বেশ।
হযরত শাহ্জালালের (রহঃ) ভূমি
তাঁকে সকল সম্প্রদায়ই চুমি।
এই মাটিতে হরেক লেবু ফলে
কমলা ফুলিও হেসে কথা বলে।
মায়ের উরে যেন সুরমা নদী
সাবধানে চলে ব্যথা পায় যদি।
ভূমিতে সবুজ-শ্যামল উদ্যান
বৃষ্টিরা এসে করিয়ে দেয় স্নান।
এখানে সম্পদ বালি, চুনা, নুড়ি
তা দিয়েই দেশে হচ্ছে স্বপ্নপুরী।
শির উঁচু করে দাঁড়িয়ে ঐ টিলা
মেঘবালিকারা করে কতো লীলা।