মোরা সকল ভাই ভাই
এসো ঐক্যের গান গাই।
গাই মানবতার গীতি
বিলাই চিত্তে চিত্তে প্রীতি।
আমরা সকল অভেদ
আজ নেই কোথাও খেদ।
ঐ দেখ হে হাসছে চাঁদ
এসো মিলাই কাঁধে কাঁধ।
জ্যোৎস্না ঐ পড়ছে গলে
ভরে নেই মনের থলে।
ঐ মালঞ্চে ফুটেছে ফুল
এসো খাই আনন্দে দোল।
পাখি করছে কলতান
এসো গাই মিলন গান।
প্রজাপতি মেলেছে ডানা
নৃত্য করতে নেই মানা।
ঐ দেখ ঐ রাঙা প্রভাত
আলো ডাকছে তুলে হাত।
হয়ে নাটাই ছাড়া ঘুড়ি
বিশ্ব দেখবো ঘুরি ঘুরি।
আজি নভে উঠবো খাড়া
মুঠো ভরে আনবো তারা।
অজানা থাকবে না নভ
জানবো কতো নব নব।
ঘুরবো হয়ে নভোচারী
যাব এলিয়েনের বাড়ি!
দিবো কৃষ্ণ গহ্বর পাড়ি
সঙ্গী হবে পুরুষ নারী।