পবিত্র দু’টি প্রাণ কতক কাছাকাছি
একটি ফোটা ফুল, অন্যটি মউমাছি
একটি নাক অন্যটি নাকের নোলক।


পবিত্রতম মন-প্রাণে প্রেমের খেলা
অন্তরতমে বসে রঙিন স্বপ্ন মেলা
ললাটে ঝলসে ওঠে প্রীতির তিলক।


পলকে যতই আসে নেমে প্রতিঘাত
তবু কাটে হাতে রেখে পরস্পর হাত
পরক্ষণেই আনন্দে বাজায় ঢোলক।


নিত্য অপরিসীম স্বপ্ন আঁকে দু’প্রাণে
প্রাকৃতিক সুন্দর্য সতত কাছে টানে
দু’প্রাণের গহনে বয় সুখ পুলক।


দু’টি প্রাণ সীবনহীন চির বন্ধন
প্রাণেতে গন্ধ বিলায় সুগন্ধি চন্দন
মনে প্রাণে লাগে রাঙা আলোর ঝলক।