অর্থ নয় বিত্ত নয়
            চাই রাখতে মান
বাড়ি নয় গাড়ি নয়
            চাই মাথা গোঁজার স্থান।


কুর্মা নয় খুরমা নয়
            চাই একমুঠো ভাত
স্বর্ণ নয় পণ্য নয়
            চাই সবার মুক্ত বাত।


যশ নয় বশ নয়
            চাই জগত জানা
পাপ নয় শাপ নয়
            চাই খোদার কাছে পানা।


ভিক্ষা নয় টিক্কা নয়
            চাই সাম্য, সম্প্রীতি
যেমনি নয় তেমনি নয়
            চাই সমাজে সুনীতি।


যুদ্ধ নয় রুদ্ধ নয়
           চাই সকলের শান্তি
নত নয় ক্ষত নয়
           চাই মুছে যাক ভ্রান্তি।