হে বিশ্ব বিধাতা
হে করুণাময়, অন্নদাতা
তোমার আকাশ জুড়ে তারার মেলা
সাজিয়েছো তা থরে থরে তুমিই একেলা!


হে বিশ্ব বিধাতা
ছাড়াই কোন নকশা খাতা
এঁকেছো মহাজগতের নির্ভুল জোত
তাতে নেই যে কোন প্রকার ক্ষীণ, খুঁত!


হে বিশ্ব বিধাতা
তোমার হাতেই মহাবিশ্ব গাঁথা
নিজ হাতেই বানিয়েছো গ্রহ-তারা
কক্ষে ঘুরছে ওরা একে অপরকেই ছাড়া!


হে বিশ্ব বিধাতা
তোমার কেমন মহা মাথা
বানিয়েছো এই মহা খেলার পুতুল
তা প্রান্তহীন, বিস্ময়কর, অমূল্য, অতুল!


হে বিশ্ব বিধাতা
পৃথিবী সাজানো দিয়ে লতাপাতা
দিকেদিকে ছড়িয়েছো আলোর প্রভা
ফুটিয়েছো বাগে কতো ফুল গোলাপ, জবা।